কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বলতে পারো, ছেলেমেয়েরা খেলবে কোথায়

প্রথম আলো ড. আকতার মাহমুদ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ২০:২২

ব্রিটিশ গায়ক ক্যাট স্টেভেন্স (পরবর্তী সময়ে ইউসুফ ইসলাম) জন্মেছিলেন লন্ডন শহরে ১৯৪৮ সালে। তাঁর বেড়ে ওঠার সময় তিনি দেখলেন, বেপরোয়া নগরায়ণের বিস্তরণে শহরের সবুজ ঢেকে যাচ্ছে কংক্রিটের আবরণে, সুউচ্চ দালান দখল করে নিচ্ছে আকাশ। প্রতিবাদে তিনি গাইলেন:


‘আকাশ চিরে দালান উঠছে,


বাতাসকে সরিয়ে ইমারত।


সবুজ ঘাসকে সরিয়ে রাস্তা গড়েছ


কংক্রিটে ঢেকেছ খেলার মাঠ।


জানি, বহু পথ পেরিয়ে তোমরা নগর গড়েছ


বলতে পারো, ছেলেমেয়েরা খেলবে কোথায়?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও