থানার জন্য তেঁতুলতলা মাঠই লাগবে কেন?

সমকাল রুস্তম আলী খোকন প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১০:১৬

শেষ পর্যন্ত মধ্যরাতে মা ও ছেলেকে থানা পুলিশ মুক্তি দিয়েছে। মা সৈয়দা রত্না কয়েক মাস ধরে ঢাকার কলাবাগানে তেঁতুলতলা মাঠটি রক্ষার জন্য মানববন্ধন, মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন করেছিলেন। সৈয়দা রত্না উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সদস্য ছিলেন। রাজনীতি ও সমাজ-সচেতন; কিন্তু কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন।


সৈয়দা রত্নাকে যখন আটক করা হয়, তখন পুলিশ মাঠটি দখলের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ইট-রড নিয়ে প্রাচীর নির্মাণকাজ শুরু করেছে, সে সময়ে সৈয়দা রত্নাও প্রতিবাদের 'শেষ উপায়' হিসেবে পুলিশের কর্মকাণ্ড ফেসবুক লাইভে দেশবাসীর সামনে তুলে ধরছিলেন। কলাবাগান পুলিশ এটাকে ভালো চোখে নেয়নি। কলাবাগান থানার পুলিশ সৈয়দা রত্নাকে ধরে নিয়ে 'হাজতবাস' দিয়েছিল; সঙ্গে ১৭ বছর বয়সী ছেলে ইসা আব্দুল্লাহ। নিরপরাধ, মানবিকতা আর মঙ্গলের আকাঙ্ক্ষী মা ও ছেলেকে পুলিশ হেনস্তা করল, অপমান করল- একটি ন্যায্য দাবি উত্থাপনের জন্য।


আটকের কথা প্রচারিত হওয়ার পর থানায় ছুটে যান সমাজ-সচেতন মানুষ। তাদের কাউকেই থানা ভবনে ঢুকতে দেওয়া হয়নি। কথা বলতে দেওয়া হয়নি মা ও ছেলের সঙ্গে। একপর্যায়ে মানববন্ধন হয়েছে। ১৩ ঘণ্টা আটক জীবন থেকে শেষমেশ মুক্ত হয়ে মা ও ছেলে বিধ্বস্ত হয়ে ফিরে গেছেন নিজ বাড়িতে। সংবাদমাধ্যম বলছে, স্বাধীনতার পর থেকেই এই মাঠটিতে শিশু-কিশোররা খেলাধুলা করত। ঈদের জামাত হতো বড় আকারে। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসক মাঠটিকে একটি পতিত জমি হিসেবে ঘোষণা করেন। এরপর এটিকে বরাদ্দ দেওয়া হয় পুলিশের কাছে। পুলিশ বলছে, 'সব নিয়মকানুন মেনে তারা কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য পতিত জমিটি বরাদ্দ নিয়েছে।' এলাকাবাসী জানাচ্ছে, এর আগেও জেনারেল এরশাদ সরকারের সময় এই মাঠটি দখল করার একটা উদ্যোগ গ্রহণ করেছিল সেই সময়ের সরকার। তখন এলাকাবাসীর সম্মিলিত প্রতিবাদের মুখে এরশাদ সরকার মাঠটি দখল করতে পারেনি।


বাংলাদেশে পুলিশ বাহিনী সম্পর্কে নানা কারণে নাগরিকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান। অথচ এই পুলিশ বাহিনীর মহান মুক্তিযুদ্ধে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। একাত্তরে রাজারবাগ পুলিশ লাইনে শত শত বাঙালি পুলিশ সদস্যকে পাকিস্তান সেনাবাহিনী হত্যা করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর এই মহান অবদান পরে তাদের নানামুখী বিতর্কিত আচরণে জাতির সামনে ম্রিয়মাণ হয়ে গেছে।


বিগত কয়েক বছরে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, অপরাধ দমনের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে কিশোর-তরুণদের মাদক ও জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসার কর্মসূচির কথা বলেছে। পুলিশ বাহিনী বিশাল করে দেশের জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে সেই সচেতনতামূলক বিজ্ঞাপন। সেখানে বলা হয়েছে- কিশোর-তরুণদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারিবারিক বন্ধন দৃঢ় করা, পাঠাগার পাঠচক্র খেলাধুলায় আগ্রহী করে তোলাসহ নানা জাতীয় কর্মকাণ্ডে উৎসাহিত করা। এসব কাজে নাগরিকদের সচেতন হতে হবে। এখন সেই পুলিশই নিজ থেকেই, বসতিতে ঠেসে যাওয়া নগরীর একচিলতে জমি, যা গত ৫০ বছর কলাবাগানের এলাকাবাসী খেলার মাঠ ও ঈদগাহ হিসেবে ব্যবহার করে আসছে, তার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সেই সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারণার আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও