জগন্নাথপুরে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, আধা পাকা ধান কাটছেন কৃষকেরা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুটি ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে। আজ রোববার সকালে উপজেলার কুশিয়ারা নদী-তীরবর্তী রমাপতিপুর গ্রামের গলাখাল বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ে। এর আগে গতকাল শনিবার রাতে নলজুর নদের পানি উপচে আধাকান্দি হাওরে ঢুকে পড়ে। কয়েক দিন ধরে মেঘালয়ে ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকে। নিরুপায় হয়ে আতঙ্কিত কৃষকেরা নৌকা দিয়ে পানির মধ্যে আধা পাকা ধান কাটছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রথম আলোকে বলেন, হাওরে ১২০ হেক্টর জমি আছে। তার মধ্যে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ হেক্টর জমির ধান পেকেছে। বাকি ধান এখনো কাঁচা। রমাপতিপুর হাওরে ১০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে কিছু ধান কৃষকেরা কাটতে পারলেও অধিকাংশ ধান কাঁচা থাকায় কাটা সম্ভব হচ্ছে না।