ঈদে নৌ নিরাপত্তায় জাতীয় কমিটির ১২ দফা সুপারিশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১৭:৫৭
ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নিরাপদ যাতায়াতের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
শনিবার (৯ এপ্রিল) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবিসহ মোট ১০টি সুপারিশ উত্থাপন করেন। ভরা দুর্যোগ মৌসুমে ঈদ উদযাপিত হবে এ বিবেচনায় আগামী ১৫ রমজান (১৭ এপ্রিল) থেকে সুপারিশগুলো বাস্তবায়ন শুরু ও ঈদ-পরবর্তী ১০ দিন অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয় বিবৃতিতে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌপথ
- ঝুঁকিপূর্ণ নৌপথ
- নৌপথের উন্নয়ন