কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তামাকজাতদ্রব্যের মূল্য বৃদ্ধি করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে

দৈনিক আমাদের সময় মসিউর রহমান রাঙ্গা প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৫:১০

বর্তমানে শহর কী গ্রামে সর্বত্রই তামাক গ্রহণকারীর সংখ্যা প্রচুর। এদের মধ্যে যারা বিড়ি, সিগারেটে আসক্ত তারা কেবল নিজেরই নয়, পরোক্ষভাবে অন্যদেরও ক্ষতি করে। কারণ তামাকের কোনো ভালো দিক নেই। বরং একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব কটি অঙ্গের ক্ষতি করে তামাক ও তামাকজাতপণ্য। মহিলারা যদি ধূমপায়ী হন তা হলে তার গর্ভের সন্তান মারাত্মক ক্ষতির শিকার হতে পারেন।


আমরা প্রায় সময়ই কথা প্রসঙ্গেই বলি যে, আগামী প্রজন্মের জন্যও আমাদের ভাবতে হবে। এই ভাবনার দিকটি প্রায়ই হয় শিক্ষাব্যবস্থা নিয়ে। অনেক সময় সেটিতে অর্থনৈতিক প্রসঙ্গ বা ক্যারিয়ার নিয়েও কথা হয়। তবে যে বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না সেটি হলো তামাক ও তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক বিবেচনা করে আইনের মাধ্যমে দেশকে তামাকমুক্ত করার প্রচেষ্টা। এটি যে কতটা ক্ষতিকর তা যে কোনো ব্যক্তিমাত্রই উপলব্ধি করতে পারবেন। বিশেষত স্বাস্থ্যগত দিকে তামাকের ক্ষতির বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও