You have reached your daily news limit

Please log in to continue


যৌনকর্মীর চরিত্রে মিথিলা

হইচইয়ের আসন্ন ভারতীয় ওয়েব সিরিজ ‘মণ্টু পাইলট ২’তে অভিনয় করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা রশীদ। খবরটি প্রকাশ হতেই দুই বাংলার বিনোদন মহলে বিস্তর আলোচনা। অবশেষে সিরিজে থাকা মিথিলার প্রথম লুক প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে।

‘মণ্টু পাইলট ২’তে নাম ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার সৌরভ দাস। এই সিরিজের প্রথম সিজনে দেখা মিলেছিল কলকাতার অভিনেত্রী শোলাঙ্কির। এবার ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান। তবে মিথিলা যে শোলাঙ্কির চরিত্র করবেন না, বরং তাকে নতুন চরিত্রে দেখা যাবে- তা আগেই জানিয়েছিলেন পরিচালক। ঘটলও তেমনটা।

মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ, চুলে বিনুনী। ছলছল চোখে অনিশ্চয়তা ভর করেছে- ঠিক এমন লুকেই সামনে এসেছেন মিথিলা। এই চরিত্র নিয়ে অভিনেত্রী এক সাক্ষাত্কারে জানান, ‘পুরুষ পতঙ্গ পোড়ানোর কোনো আবেদন নেই সিরিজে। আছে বারবণিতাদের যন্ত্রণা। বহ্নি যাদের প্রতিনিধি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন