সাড়ে ৩ বছরে কলকাতায় মিথিলার ৫ সিনেমা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার কলকাতার সিনেমায় ব্যস্ততা দিন দিন বেড়েই চলেছে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে মায়া। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে ওপার বাংলায়।
মুক্তির অপেক্ষায় রয়েছে আরও তিন সিনেমা।
মিথিলা নতুন একটি সিনেমার প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন। নতুন সিনেমাটির নাম 'অরণ্যর প্রাচীন প্রবাদ'। পরিচালনা করছেন দুলাল দে।
অবশেষে মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’
কলকাতায় মিথিলার পঞ্চম সিনেমা অরণ্যর প্রাচীন প্রবাদ। মিথিলা বলেন, 'এটি ডিটেকটিভ গল্প। সেই সঙ্গে থ্রিলারের স্বাদও আছে এতে।'
মিথিলা আরও বলেন, 'দেখতে দেখতে কলকাতায় পাঁচটি সিনেমা হয়ে গেল। পাঁচটিতে পাঁচ রকমের চরিত্রে অভিনয় করেছি। নতুন সিনেমায় প্রধান নারী চরিত্রটি করছি।'
কলকাতার সিনেমায় মিথিলার পথচলা সাড়ে তিন বছরের। এরই মধ্যে এতগুলো সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি বলেন, 'যতগুলো সিনেমার অফার এসেছে, ততগুলো তো করা সম্ভব হয়নি। কেননা, অফিসের জন্য আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়।'
'সাড়ে তিন বছরের পথ চলা কলকাতায়। চেষ্টা করেছি ভালো ভালো কিছু সিনেমা করার। তাছাড়া ঢাকায় ৪টি সিনেমা করেছি', যোগ করেন তিনি।