কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মা সেতুতে যানবাহন চলবে ৩০ জুন থেকে

www.ajkerpatrika.com মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ০৮:৪২

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ৩০ জুন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। পদ্মা সেতু চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত সোমবার দীর্ঘ বৈঠকের ফলাফলের পরিপ্রেক্ষিতেই এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী ও প্রকল্পসংশ্লিষ্টরা এত দিন বলে আসছিলেন আগামী জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তবে এই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন মন্ত্রিপরিষদ সচিব।


আনোয়ারুল ইসলাম জানান, পদ্মা সেতু চালুর বিষয়ে গত সোমবার একটি দীর্ঘ বৈঠক হয়েছে। 


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনা মহামারির কারণে এক দিনও পদ্মা সেতু ও চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নির্মাণকাজ বন্ধ ছিল না। একটি সুরক্ষাব্যবস্থা বা বায়োবাবল তৈরি করা হয়েছিল। তাঁর মধ্যে কাজ চলেছে। বর্তমানে পদ্মা সেতুতে চলছে পিচ ঢালাই আর বাতির খুঁটি বসানোর কাজ। উদ্বোধনের জন্য রং আর আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে। এ কাজ দ্রুত শেষ করা হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও