You have reached your daily news limit

Please log in to continue


মাদরাসায়ও ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান চলবে

রমজানে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাশাপাশি দেশের মাদরাসা ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ২৬ এপ্রিল পর্যন্ত এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান অব্যাহত রাখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সোমবারের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পাঠদান কার‌্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার‌্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসা ২৬এপ্রিল পর‌্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো। এরআগে আলাদা প্রজ্ঞাপনে রমজান মাসে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান করার নির্দেশনা দেয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন