You have reached your daily news limit

Please log in to continue


অধিক ঝুঁকি ঢাকায়, কম ময়মনসিংহে

দেশে যক্ষ্ণা রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম ঝুঁকি ময়মনসিংহে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগ ঝুঁকিপূর্ণ। রোগী শনাক্তের বিবেচনায় ঝুঁকির মানদণ্ড নির্ধারণ করা হয়। অর্থাৎ যে বিভাগে রোগী বেশি শনাক্ত হয়েছে, সে বিভাগ তত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

গত এক বছরে যক্ষ্ণার উপসর্গ আছে এমন ২৮ লাখ মানুষের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ৭ হাজার ৪৪৪ জনের শরীরে যক্ষ্ণা রোগের সংক্রমণ শনাক্ত করতে পেরেছে জাতীয় যক্ষ্ণা নির্মূল কর্মসূচি। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৮০ হাজার ১৩৭ জন।

এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগে ৬০ হাজার ২২ জন, খুলনা বিভাগে ৩৯ হাজারে ৭৯৬ জন, রংপুর বিভাগে ৩১ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ২৯ হাজার ৩৩৫ জন, সিলেট বিভাগে ২৫ হাজার ৯১৮ জন, বরিশাল বিভাগে ২১ হাজার ৪৮১ জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ১৯ হাজার ৪৭ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন