কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

এনটিভি প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৯:০০

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এবার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ রোববার থেকে।


ভৈরব


ভৈরব উপজেলায় প্রথম ধাপে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত কার্ডধারী প্রতিটি পরিবার ৪৬০ টাকার বিনিময়ে ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল আর ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি পাবে।


পাবনা


পাবনায় জেলায় নয়টি উপজেলায় ও নয়টি পৌরসভায় ২০৫টি পয়েন্টে এক লাখ ৪৫ হাজার ৬৯৭টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।


চাঁদপুর


চাঁদপুরে এক লাখ ৪৫ হাজার ১৪৭টি কার্ডধারী পরিবার পাচ্ছে স্বল্পমূল্যের টিসিবির পণ্য।


নরসিংদী


মোট দুই ধাপে জেলায় ৬৮ হাজার ৩৫৩টি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।


সাতক্ষীরা


সাতক্ষীরায় ৭৩ হাজার ৭৯৭টি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির ভোগ্যপণ্য কিনতে পারবে। প্রথম পর্যায়ে রোববার থেকে শুরু হওয়া সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৭ হাজার ১৪৪টি পরিবার টিসিবির এই কার্ড পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


ব্রাহ্মণবাড়িয়া


ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মধ্যে ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়া হবে টিসিবির পণ্য।


নীলফামারী


নীলফামারীতে এক লাখ ৫৬ হাজার ৪৭১টি পরিবারের কাছে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


কুড়িগ্রাম


রমজান উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়নে দুই লাখ ৭৭ হাজার ৮০০টি পরিবারে টিসিবির পণ্য বিক্রি করা হবে। 


নওগাঁ


জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে।


গাজীপুর


গাজীপুরে প্রায় সোয়া দুই লাখ পরিবার ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবে। রোববার প্রথম দিনেই ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবেন ৪০ হাজার পরিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও