কাকের ছোটাছুটিতে রংপুরে বিদ্যুৎ বন্ধ চার ঘণ্টা

প্রথম আলো রংপুর সদর প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১৬:২০

কাকের ছোটাছুটির কারণে রংপুর নগরের একটি অংশে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। উচ্চমাত্রার বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাক ওড়াউড়ি করার সময় দুটি তারের সংস্পর্শে এলে বিকট শব্দে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মুন্সিপাড়া ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।


নেসকোর বিদ্যুৎ বিতরণকেন্দ্র–২ সূত্র জানায়, নগরের আর কে রোডের বিদ্যুৎকেন্দ্রের সামনে ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুটি তারে একাধিক কাক ছোটাছুটি করছিল। এ সময় কয়েকটি কাক দুটি তারের সংস্পর্শে এলে বিকট শব্দে একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও