You have reached your daily news limit

Please log in to continue


কর্মবিরতি স্থগিত, মেট্রোরেল চলবে

কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মীরা। ফলে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মেট্রোরেল কর্মীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রতি সম্মান প্রদর্শন করে গত ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজটির কর্মসূচি (কর্মবিরতি) স্থগিত করা হলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন প্রসঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজ অনুযায়ী, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন