You have reached your daily news limit

Please log in to continue


আমি প্রদেশের পক্ষে না, বললেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান

পুরনো চার জেলাকে প্রদেশ করার ও জেলা পরিষদ বিলুপ্তের যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে তা সমর্থন করেন না বলে তুলে ধরেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “আমি প্রদেশ করার পক্ষে না, জেলা পরিষদ বিলুপ্ত করা যাবে না। সেটিকে আরও শক্তিশালী করতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে এক যৌথ সংলাপে তিনি প্রধান অতিথি ছিলেন।

‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্খার আলোকে স্থানীয় সরকার’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজক ছিল গভর্নেন্স এডভোকেসি ফোরাম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

তোফায়েল আহমেদ বলেন, “জেলা পরিষদ এখনকার মত করে থাকবে না। সেখানে জনঅংশগ্রহণের সুযোগ থাকবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন