নাফিজ সরাফতের ২ সহযোগী ও স্ত্রীসহ সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুগান্তর প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগী পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার ঢাকা মহানগর জৈষ্ঠ জজ জাকির হোসেন গালিব দুদকের দুটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 


দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার পৃথক দুটি আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানি নিয়ে এ আবেদন মঞ্জুর করে আদেশ দেন।


নাফিজ সরাফাতের দুই সহযোগীর নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পক্ষে উপপরিচালক মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও