কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোটি পরিবারের কাছে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি শুরু রোববার

এনটিভি কারওয়ান বাজার প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৯:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য দেশব্যাপী বিক্রি শুরু হবে আগামী রোববার থেকে। দুই কিস্তিতে এক কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।


প্রথম কিস্তি বিক্রি হবে ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি বিক্রি হবে ৩ থেকে ২০ এপ্রিল। সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী এ সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।


এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড প্রদান করা সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে তাদের কাছে টিসিবির এ সকল পণ্য বিক্রি করা হবে।


আজ শুক্রবার ঢাকার কাওরান বাজারস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও