পুতিন নেই, এমন পৃথিবীর প্রয়োজন আছে কি?
যে কোনো যুদ্ধে প্রথম মৃত্যুটি যার ঘটে সে কোনো মানুষ নয়, সে হচ্ছে ‘সত্য’— যুদ্ধ নিয়ে কথাটি বহুল ব্যবহৃত, কিন্তু সত্য। যুদ্ধ মানেই দুই পক্ষের চরম প্রোপাগান্ডা। তাই প্রোপাগান্ডার মধ্যে সত্য বের করা ভীষণ কঠিন। আর বর্তমানের তথ্য প্রযুক্তির যুগে তো এটা এখন আগের যেকোনো সময়ের চাইতে আরও অনেক বেশি জটিল। এই সমস্যা মাথায় রেখে, প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে, ভ্লাদিমির পুতিন কোণঠাসা হয়ে পড়ছেন ক্রমশ।
ইউক্রেন এখন দুই পক্ষের জিরো সাম গেম
গেম থিওরির খুব আলোচিত একটি অবস্থা হচ্ছে জিরো সাম গেম। এই পরিস্থিতিতে একপক্ষ যা অর্জন করে আরেক পক্ষ ঠিক ততটা হারায়। এতে এক পক্ষের অর্জন এবং আরেক পক্ষের হারানোর পরিমাণ যোগ করলে শূন্য হয় বলে এটাকে জিরো সাম গেম বলে। ইউক্রেন সংকটকে মোটা দাগে একটা জিরো সাম গেমে পরিণত করেছেন পুতিন। অর্থাৎ এই যুদ্ধে পুতিন যতটা জিতবেন ঠিক ততটা হারাবে পশ্চিমা দেশগুলো। বিষয়টি উল্টোদিকেও একই।