ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গত পাঁচ মাসে ১৮ শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া পাঁচজন সাংবাদিকও নির্যাতনের শিকার হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ‘স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার’ নামে মানবাধিকারবিষয়ক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফরম। সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটছে, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্যাতনের হার সবচেয়ে বেশি আবাসিক হলগুলোর গেস্টরুম বা অতিথিকক্ষে। বস্তুত বিশ্ববিদ্যালয়ে ‘গেস্টরুম নির্যাতন’ অপসংস্কৃতি নতুন নয়।
জানা যায়, প্রতিটি হলে অতিথিদের জন্য রয়েছে গেস্টরুম। রাতে এসব গেস্টরুমেই অনেক শিক্ষার্থী লাঞ্ছিত ও নির্যাতিত হচ্ছেন। অন্য এক তথ্যমতে, গত তিন মাসে বিভিন্ন হলে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী গেস্টরুমে নির্যাতিত হয়েছেন। আর প্রায় সব ক্ষেত্রেই নির্যাতনকারী হিসাবে অভিযোগের আঙুল উঠেছে ছাত্রলীগের নেতাকর্মী নামধারীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, এসব ব্যাপারে কর্তৃপক্ষ একরকম নীরব ভূমিকা পালন করে চলেছে।