সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক ভাবছেন না শিক্ষামন্ত্রী
সেশন জট, নিয়মিত সময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশ না হওয়া ইত্যাদি কারণে অনেকবার রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রেখে সাত কলেজকে আলাদা করে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলে এসব সমস্যা কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সাত কলেজকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার দাবিকে আমি যৌক্তিক ভাবছিনা।’
আজ বুধবার ঢাকা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে