পুরান ঢাকায় চুলা জ্বলে না
গত দুই দশক ধরে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাস করছেন শাহনাজ আক্তার। শীতে তো বটেই, শীত চলে যাওয়ার পরও রান্না নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। তীব্র গ্যাস সংকটে পানিও ফোটাতে পারেন না। গ্যাস নিয়ে শাহনাজের মতো এলাকার আরও অনেকের ভোগান্তির অন্ত নেই।
পুরান ঢাকার অধিকাংশ এলাকায় বছরের সবসময়ই গ্যাস নিয়ে হাহাকার লেগে আছে। চুলা জ্বললেও নিভু নিভু করে। বেশিরভাগ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। বাধ্য হয়ে মাঝ রাতে কিংবা ভোরে রান্না করতে হয়।