বসন্তে ভালোবাসার উৎসব
শীতের আড়মোড়া ভেঙে বসন্ত উঁকি দিচ্ছে প্রকৃতিতে। ঝরা পাতার বিষন্নতা ছাপিয়ে ফাগুন আসবে নতুন রঙে, সতেজ রূপে। প্রকৃতির পাশাপাশি মানুষের মনও যেন পাখা মেলে এসময়। এজন্যই বুঝি বসন্তকে ডাকা হয় ঋতুরাজ নামে! বলা হয় বসন্ত বাতাসে থাকে ভালোবাসার সৌরভ। সে কথাকে আরো সত্য করে তুলতেই যেন ফাগুনের প্রথম দিনটি একইসাথে ভালোবাসার দিনও। বিশ্ব ভালোবাসা দিবস পহেলা ফাল্গুনে।
উৎসবপ্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদযাপন করে নিজেকে উজ্জ্বল হলুদ রঙে রাঙিয়ে। আবার এদেশে ভালোবাসা দিবস উদযাপিত হয় টকটকে লাল রঙে মুড়িয়ে। তবে গতবছর থেকে এই দু’টি বিশেষ দিন একই দিনে পালিত হচ্ছে বলে রঙে রঙে মাতোয়ারা হওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। বাঙালি তার স্বভাবসুলভ উৎসব মুখরতাকে আরো অর্থবহ করতেই যেন হলুদ আর লালের গন্ডি পেরিয়ে পোশাকে নিয়ে এসেছে নতুন রঙের বাহার। যদি দিনের প্রথম ভাগে প্রাধান্য পায় বসন্তকে বরণের আয়োজন, তো দিন শেষ হয় ভালোবাসার ছন্দে।
- ট্যাগ:
- লাইফ
- ভালোবাসা দিবস
- বসন্ত উৎসব