কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপিএল-ক্রিকেট বিনোদন ইন্ডাস্ট্রি হতে পেরেছে কি

দৈনিক আমাদের সময় অঘোর মন্ডল প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৬

দেশজ ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব কী। কেন বিপিএল! কিন্তু সেই বিপিএলে উৎসবের আবহ কোথায়? সেটা করোনার কালো গহ্বরে চলে গেছে। তা হলে সেই বিপিএল নিয়ে আর হইচই করার কী থাকল!


হইচই হবে। কারণ বিপিএল শুধু ক্রিকেট নয়। শুধু ক্রিকেট নামক খেলাটার মাঝে তার মাহাত্ম্য আটকে নেই। ক্রিকেটীয় শুদ্ধতা, শৈল্পিক সৌন্দর্য, এসব বিপিএলে কোনো আলোচনার বিষয় হতে পারে না। তবে বিপিএল অবশ্যই একটা শিল্প। যেখানে লগ্নিকারী আছেন। যারা ভালো একটা প্রডাক্ট হিসেবে এটাকে দেখতে চান। বিক্রি করতে চান। তার পর লাভ-লোকসানের ব্যালান্সশিটটা মেলাতে চাইবেন। কিন্তু আটটা আসর ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট অদ্ভুত একটা সমস্যাকে সঙ্গী করে চলছে। যার সাফল্যের গল্পে নিহিত আছে বৈপরীত্য! যেখানে প্রতি আসর শেষে বলা হয়, এবারের বিপিএল সফল! এবং আয়োজকদের দাবি সফল বলেই বিপিএলের ’ব্র্যান্ডভেল্যু’ বেড়ে চলেছে। কিন্তু কেউ বলেন না এই বাড়-বাড়ন্তে বিপিএলের ব্র্যান্ডভেল্যু কী দাঁড়িয়েছে? যার ব্র্যান্ডভেল্যু বেড়েছে, তার সম্প্রচার স্বত্বের মূল্য কি বেড়েছে? এসব প্রশ্নের উত্তর দেশের অর্থনীতিবিদ আর বিপণন বিশেষজ্ঞদের তাত্ত্বিক আলোচনার বিষয় হতে পারে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক অ্যাকাউন্টের একটা খাত হতে পারে। সাধারণ মানুষের এ নিয়ে খুব একটা আগ্রহ নেই। তাদের আগ্রহ যেখানে সেই খেলাটার খুব উন্নতি প্রতিবছর তারা দেখছেন, সে কথা কেউ বলেন না। বিপিএলের মধ্য দিয়ে দেশের ক্রিকেটের যে প্রসার আর অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা সেটা হয়েছে; এমন দাবি খোদ বোর্ড কর্তারা করতে পারবেন না। তারা করছেনও না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও