কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্থাপিত আইনটিতে নিরপেক্ষ ইসি গঠনের গ্যারান্টি নেই

কালের কণ্ঠ এম হাফিজউদ্দিন খান প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১০:৪১

গত ৫০ বছরে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন করার বিষয়টি কেউই গুরুত্ব দেয়নি। ফলে এই দীর্ঘ সময় ধরে আইন ছাড়াই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং অনেক নির্বাচনও করা হয়েছে। এর মধ্যে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠন করা নির্বাচন কমিশনের অধীনে মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে। এর বড় কারণ হলো ওই কমিশনে যাঁরা ছিলেন, তাঁরা মোটামুটি বিশ্বস্ত ও দক্ষ ছিলেন।


বাকি যেসব নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সবই দলীয় বিবেচনায় হয়েছে এবং তাদের অধীনে নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিশেষ করে শেষের দুটি নির্বাচন একেবারেই কেলেঙ্কারির জন্ম দিয়েছে, যা অতীতে দেখা যায়নি। ২০১৪ সালের নির্বাচনটি হয়েছে একতরফা এবং ২০১৮ সালের নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে ভোট দেওয়ার মধ্য দিয়ে। এই দুটি নির্বাচন নিয়ে মানুষ বিক্ষুব্ধ এবং দেশে-বিদেশে সমালোচনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও