
কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা কোন পথে?
কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে অস্থিরতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং পর্যাপ্ত সঞ্চয় না থাকায় কৃষকরা প্রায়শই আর্থিক অনিশ্চয়তায় ভোগেন। ফলে তার ঋণের বোঝা, দারিদ্র্য এবং জীবিকা সংকটে পড়ে যায়।
কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমেই প্রয়োজন ফসলের ন্যায্যমূল্য দেওয়া। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে ন্যায্যমূল্য নির্ধারণ ও সংগ্রহ ব্যবস্থা জোরদার করা জরুরি। পাশাপাশি কৃষি উপকরণ যেমন, বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ নিয়ন্ত্রণে আনা দরকার, যাতে উৎপাদন খরচ সহনীয় হয়। কৃষি বীমা চালু করা হলে প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ ক্ষতির সময় কৃষকরা ক্ষতিপূরণ পেতে পারে, যা তাদের ঝুঁকি কমাবে।
অন্যদিকে কৃষকের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক ঋণ সহজলভ্য করতে হবে। অনেক কৃষক এখনো মহাজনি বা এনজিও ঋণের ওপর নির্ভর করেন, যা উচ্চ সুদের কারণে অর্থনৈতিক চাপ বাড়ায়। তাই কম সুদে কৃষিঋণ, মোবাইল ব্যাংকিং সুবিধা এবং ডিজিটাল লেনদেন কৃষকের নিরাপত্তা নিশ্চিত করবে।
এছাড়া কৃষকের জন্য বাজার তথ্য ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি করা দরকার। সময়মতো আবহাওয়ার পূর্বাভাস, রোগ-পোকা দমন ব্যবস্থা এবং উন্নত কৃষি প্রশিক্ষণ কৃষকের উৎপাদনশীলতা ও আয় বাড়াতে সাহায্য করবে।
কই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন হলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।
কৃষকের অর্থনীতি দৃঢ় হওয়ার উপায়:
কৃষকদের অর্থনৈতিকভাবে নিরাপদ করা কৃষি উন্নয়ন ও গ্রামীণ জীবিকা সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। বাংলাদেশের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ, বাজারমূল্যের অস্থিরতা, উৎপাদন খরচ বৃদ্ধি ও ন্যায্য মূল্য না পাওয়ার কারণে সবসময় ঝুঁকিতে থাকে। তাই তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
প্রথমত, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি ক্রয় কেন্দ্র, কো-অপারেটিভ বিক্রি ব্যবস্থা এবং ডিজিটাল মার্কেটপ্লেস চালু করা যেতে পারে।
দ্বিতীয়ত, কৃষকদের সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করতে হবে।
তৃতীয়ত, কৃষি ঋণ সহজলভ্য করতে হবে যাতে তারা উচ্চ সুদের ঋণ থেকে মুক্ত থাকতে পারে।
- ট্যাগ:
- মতামত
- কৃষি অর্থনীতি