‘কত বড় সাহস, বাসে বসে সরকারের বদনাম বলতেছে!’
ফেসবুক লাইভ ভিডিওটি ভাইরাল। অনেকে শেয়ার করেছেন বলে ভিডিওটি সামনে এসেছে। কেউ কেউ ম্যাসেঞ্জারে লিংক পাঠিয়েও দেখতে বলেছেন। বরাবরের মতো আমরা প্রায় সবাই ট্রল করছি ভিডিওটি নিয়ে। কেউ কেউ আবার প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ। প্রথম দিকে না দেখলেও পরে দেখলাম ভিডিওটি। বুঝলাম ভিডিওটি দেখা জরুরি ছিল।
অনুমান করি এই লেখার পাঠকদের প্রায় সবাই ভিডিওটি দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য অল্প কয়েকটি কথা। একজন তরুণী বাসে ফেসবুক লাইভ শুরু করে বাসের বাতি জ্বালাতে বলেন। এরপর প্রথমেই তিনি একজন যাত্রীকে প্রশ্ন করতে শুরু করেন কেন তিনি সরকারের বদনাম করেছেন। এরপর তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আমরা খুব স্পষ্টভাবে শুনতে পাই ওই তরুণীর কথাগুলো। অপরপক্ষ থেকে কী বলা হচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝা যায় না।
- ট্যাগ:
- মতামত
- মন্তব্য
- সরকারের সমালোচনা
- ভাইরাল ভিডিও