শহীদ আসাদ এবং সে সময়ের ছাত্র রাজনীতি

বাংলা ট্রিবিউন সালেক উদ্দিন প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ১২:৫৬

আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ছিলেন তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের একজন, যিনি ১৯৬৯ সালে ২০ জানুয়ারি মিছিলের মধ্যে পুলিশের গুলিতে শহীদ হন এবং ৬৯-এর গণ-আন্দোলনের পথিকৃৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে যান। সেই থেকে প্রতিবছর ২০ জানুয়ারি পালিত হয় শহীদ আসাদ দিবস হিসেবে।


শহীদ আসাদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব ছাত্রনেতাদের একজন। মেধাবী ছাত্র রাজনীতিক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে শহীদ আসাদ হিসেবে। ১৯৪২সালের ১০ জুন নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬০ সালে শিবপুর থেকে মাধ্যমিক, ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও