কোটি টাকার মেডিকেল সামগ্রী এখন ‘ডাম্পিংয়ে’
মুন্সিগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ফ্লোরে পড়ে নষ্ট হচ্ছে অ্যানালগ এক্স-রে মেশিন। একইভাবে পড়ে আছে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ আরও ৫৩৩টি মেডিকেল যন্ত্রপাতি। যেগুলো কিনতে সরকারের খরচ হয়েছে এক কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকল্পের সমাপ্তি বিষয়ক প্রতিবেদন (পিসিআর) থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সমাজসেবী, শিল্পপতি ও হিতৈষীদের সহায়তায় ১৯৯৮ সালে মুন্সিগঞ্জ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সমিতি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছিল। কিন্তু দেশের অন্য স্থানের মতো মুন্সিগঞ্জেও ডায়াবেটিস রোগী দিন দিন বাড়তে থাকায় তাদের প্রয়োজনীয় সেবা দেওয়া মুন্সিগঞ্জ ডায়াবেটিক সমিতির সীমিত সামর্থ্যে সম্ভব হচ্ছিল না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- ডাম্পিং জোন