
ত্র্যহস্পর্শ
ভারতীয় অর্থব্যবস্থার চলন দেখিয়া পশ্চিমবঙ্গের ভূতপূর্ব অর্থমন্ত্রী অমিত মিত্র সংশয় প্রকাশ করিয়াছেন, দেশ ‘স্ট্যাগফ্লেশন’-এর পথে চলিতেছে কি? অর্থশাস্ত্রের পরিধিতে এই শব্দটি অন্যতম ভীতিপ্রদ। তাহার এক দিকে রহিয়াছে ‘স্ট্যাগনেশন’— অর্থাৎ আর্থিক বৃদ্ধির হারের গতিভঙ্গ; অন্য দিকে ‘ইনফ্লেশন’, অর্থাৎ মূল্যস্ফীতি।
এবং, দুইয়ের সহিত লগ্ন হইয়া থাকে উচ্চ বেকারত্বের হার। পরিসংখ্যান দেখিলে আশঙ্কাটি দৃঢ়তর হইতে বাধ্য। নভেম্বর মাসে ভারতে পাইকারি মূল্যসূচকের নিরিখে মূল্যস্ফীতির হার ছিল ১৪.২২ শতাংশ। আট মাস যাবৎ এই হার দশ শতাংশের ঊর্ধ্বে থাকিয়াছে, যাহা প্রবল উদ্বেগের কারণ। অন্য দিকে, বেকারত্বের হারও ফের মাথা তুলিতেছে— ডিসেম্বরে এই হার আট শতাংশ ছুঁইয়া ফেলিল।
- ট্যাগ:
- মতামত
- মূল্যসূচক
- মুদ্রাস্ফীতি
- নরেন্দ্র মোদি
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে