You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে কৃষির রূপান্তর কোন পথে

কৃষি-প্রশ্নে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে একটি মিল আছে। মিলটি হলো, উভয় ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য বৃহদায়তন খামার ব্যবস্থা গড়ে তোলা। বৃহদায়তন খামারের নানাবিধ উপযোগিতা রয়েছে। যেমন খামারে উৎপাদনের জন্য যন্ত্রপাতির ব্যবহার। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ট্রাক্টর, কমবাইন্ড হার্ভেস্টার, সিডার, প্লান্টিং মেশিন এবং পোকামাকড় দমনের জন্য উড়োজাহাজ থেকে ওষুধ নিক্ষেপ।

কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারের জন্য চাই বৃহদায়তন খামার। বাংলাদেশের ভূমি ব্যবস্থা সম্পর্কে প্রায় সবার জানা একটি বৈশিষ্ট্য হলো এদেশের কৃষি জোতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্লটে বিভক্ত। কৃষি জোতের খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ার মূলে রয়েছে উত্তরাধিকার আইন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কৃষি প্লটগুলো ক্ষুদ্রতর হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন