ফেসবুকে তারকাদের নববর্ষের শুভেচ্ছা
পুরোনো বছর শেষ। শুরু হলো ২০২২ সাল। পুরোনো বছরের সফলতা ও ব্যর্থতার হিসাব-নিকাশ শেষে তারকারা বরণ করে নিচ্ছেন নতুন বছরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল এর ঝলক।
শাকিব খান একটি ভিডিও বার্তায় নতুন বছরের শুভকামনা জানিয়েছেন ভক্তদের। তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে আমরা পা রেখেছি নতুন একটি বছরে। নতুন স্বপ্ন নিয়ে, অসীম সম্ভাবনার হাতছানিতে। নতুন বছরে আমরা চাই মহামারিমুক্ত সুস্থ একটি দেশ, যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাওয়ার নতুন নতুন গল্প। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ সংগৃহীত
আজ বছরের শেষ দিনেও মা-বাবার মুখের এই হাসি দেখার সৌভাগ্য কজন সন্তানের হয়েছে জানি না। আমি সেই ভাগ্যবান...মা-বাবার বয়স যেমন বাড়ছে, নানা শারীরিক সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে...শান্তি একটাই...অনেক চেষ্টা করে, আমরা সবাই এখনো তাঁদের হাসিমুখখানা দেখতে পাই। সামনের বছরেও যেন এই বটবৃক্ষের ছায়াতলে থাকতে পারি...সবার মঙ্গল হোক...। শুভ হোক নতুন বছর ২০২২। ফেসবুকে তারকা চঞ্চল চৌধুরী। সংগৃহীত