এখনো বাবার দেওয়া জামার সুবাস খোঁজেন চঞ্চল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৮:৪২

দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বিভিন্ন উৎসব-পার্বণে স্মৃতিকাতর হয়ে পড়েন। কখনো ফিরে যান শৈশবে, কৈশোরে আবার কখনো তারুণ্যে। এরই ধারাবাহিকতায় এবার শারদীয় দুর্গাপূজায়ও তিনি ফিরে গেলেন তার শৈশব-কৈশোরে। স্মৃতিচারণায় ডুবে গেলেন বাবাকে নিয়ে।


চঞ্চল তার বাবার দেওয়া নতুন জামার হৃদয় ছুঁয়ে যাওয়া স্মৃতিতে মিশে গেলেন। সেই স্মৃতিকথা লিখেছেন তার ফেসবুকের স্ট্যাটাসে।


স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ছোটবেলা থেকেই আমাদের গ্রামে এই দুর্গাপূজার আমেজ শুরু হতো এক মাস আগে থেকেই। পাল মশাইয়ের প্রতিমা বানানো থেকে শুরু করে দেবীর বিসর্জন পর্যন্ত, কী যে এক আনন্দ উৎসব। সারা বছর অপেক্ষা করতাম কবে আসবে এই উৎসব।


শরতের কাশফুলে সাদা হয়ে থাকতো পদ্মার চর। সবচেয়ে বড় লোভ, আনন্দ আর উত্তেজনা কাজ করতো নতুন পোশাক পাবার আশায়। সারা বছর তেমন নতুন পোশাক আমাদের কপালে জুটতো না। কঠিন দারিদ্র্যতার ভেতরেও পূজার সময় বাবা সাধ্যমতো চেষ্টা করতেন সবগুলো ভাই-বোনকে নতুন কাপড় কিনে দেবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও