কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তেত্রিশ বছর পরে

দেশ রূপান্তর প্রশান্ত মৃধা প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:০৪

‘যে খোঁজে আপন ঘরে’ পয়লা পড়েছিলাম আজ থেকে তেত্রিশ বছর আগে। চাইলে সন তারিখ মিলিয়ে নেওয়ার সুযোগ আছে। সে সময়ে প্রায় সপ্তাহখানেকের জন্য কক্সবাজারে। একটি বইমেলা হচ্ছিল। স্টলে দাঁড়িয়েই পড়েছিলাম হুমায়ূন আহমেদের এলেবেলে। একটু কৌতুকপূর্ণ রম্যলেখার সংকলন। লেখাগুলো এর আগে ‘উন্মাদে’ বেরিয়েছে। আমাদের শহরের লাইব্রেরিতে নিয়মিত ‘উন্মাদ’ আসত, আমরা বড়দের পড়ার ফাঁকে ওটার পাঠক। ওই ছিল খেলার মাঠের বাইরে আমাদের তখনকার বিনোদন। বইপড়া, বুঝি আর না বুঝি আমাদের কাছে তখনো কিংবা এখনো, কোনোদিনও খুব বিনোদনে পরিণত হয়নি, সে তুলনায় ওই লাইব্রেরিতে পুরনো ‘উন্মাদ’ পত্রিকা খোঁজা কিংবা নতুনটা পড়ার সুযোগ পাওয়া ছিল বিনোদন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও