চিলিতে যে কৌশলে ক্ষমতায় প্রাক্তন ছাত্রনেতা বোরিক
অনেক বছর ধরে লাতিন আমেরিকায় নেতৃত্বের ভূমিকায় ছিল চিলি। সে কারণে চিলিবাসী যখন তাদের নির্বাচনে ৩৫ বছর বয়সী প্রাক্তন ছাত্রনেতা এবং বামপন্থী গ্যাব্রিয়েল বোরিককে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলেন, তখন বাকি লাতিন আমেরিকা সাগ্রহে জানতে চায়, এ ঘটনা চিলি ও তাদের জন্য কী অর্থ বহন করছে?
সবার আগে নির্বাচনের ফলাফলের দিকে নজর দেওয়া যাক। বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১০ শতাংশের বেশি ভোটে জেতা চিলির ইতিহাস বিবেচনায় এটি বিশাল জয়। ১৯৮৯ সালে চিলিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর থেকে যত নির্বাচন হয়েছে, সবগুলোতে ৪-৫ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট প্রার্থীরা জিতেছেন। এবারের নির্বাচনে বোরিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন জোসে আন্তোনিও কাস্ত। তিনি শুধু প্রথম দফা ভোটেই জেতেননি, দ্বিতীয় দফায় ৪৪ শতাংশ ভোটারের সমর্থনও আদায় করে নিয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- নতুন নেতৃত্ব
- বামপন্থী