চিলির নির্বাচন এবং বামপন্থিদের জন্য শিক্ষা
গত ১৯ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। ৩৫ বছর বয়সী বামপন্থি গাব্রিয়েল বোরিক ৫৫ বছর বয়সী কট্টর ডানপন্থি হোসে আন্তোনিও কাস্তকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বামঘেঁষা জোট ব্রড ফ্রন্ট এবং চিলির কমিউনিস্ট পার্টির সমন্বয়ে গঠিত নির্বাচনী ফ্রন্টের প্রার্থী হিসেবে লড়েছেন বোরিক। প্রাপ্ত তথ্য মতে, বোরিক পেয়েছেন ৫৬ শতাংশ ভোট আর কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ। বোরিকের এই বিজয়ে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বামপন্থিরাও উদ্বেলিত।
প্রত্যক্ষ-পরোক্ষ অভিনন্দনে তাদের এই আনন্দ তাই উপচে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের যে কোনো প্রান্তেই বাম পন্থার বিজয়; তা সে যত ক্ষুদ্রই হোক; সব দেশেই বামপন্থিদের অন্তরকে আলোড়িত করে, আন্দোলিত করে। সে হিসেবে চিলিতে বামপন্থিদের বিজয়ে বাংলাদেশের বামপন্থিরাও যে আলোড়িত হবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতদিন?