এপিকটায় চার অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশ
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১০:১১
এ বছরের এপিকটা অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি শ্রেণিতে বিজয়ী এবং দুটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইসিটি-সংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষ জোট এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা)। ১৭ সদস্য অর্থনীতির এ জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই প্রতিযোগিতায় এ বছরই প্রথম বাংলাদেশের অংশ নেওয়ার কথা জানিয়েছে বেসিস। এতে বেসিসের সদস্য প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে মোট ৪০টি প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানিয়েছে সংগঠনটি।