গণতন্ত্রহীনতা, ক্ষমতার দাপট ও মুরাদ হাসানের দম্ভ

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫

প্রতিমন্ত্রী পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ডা. মুরাদ হাসান যেভাবে নারীকে অবমাননা করে কথা বলেছেন, তার সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার গভীর সম্পর্ক আছে। রাষ্ট্রে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের কথা সবাই বলেন, কিন্তু যেটা কেউ সচরাচর বলেন না তা হলো, সমাজে এমনকি পরিবারে ও কর্মক্ষেত্রে কীভাবে গণতান্ত্রিক আচরণ মানুষের মধ্যে প্রোথিত হবে।


সমাজে বসবাসরত মানুষের মধ্যে যতক্ষণ না গণতান্ত্রিক আচরণ প্রোথিত হয়, ততক্ষণ রাষ্ট্রে যান্ত্রিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা নিরর্থক। মনিব কর্মচারীর সঙ্গে, গৃহকর্তা বা গৃহকর্ত্রী পরিচারিকার সঙ্গে, ঊর্ধ্বতন অধস্তনের সঙ্গে, উচ্চবর্গের মানুষ নিম্নবর্গের সঙ্গে, সংখ্যাগুরু সংখ্যালঘুর সঙ্গে কী ধরনের আচরণ করে, তার সবই গণতান্ত্রিক মূল্যবোধের পরিচায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও