![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fa3464875-2013-4da0-b26b-6faa0855bb2d%252F262923517_296161162426754_2435135889316351124_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিয়ের দাওয়াতে সাজুন বলিউড তারকাদের মতো
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:২৬
এই মুহূর্তে মেকআপের ক্ষেত্রে সবচেয়ে যুতসই পরামর্শ হলো, 'লেস ইজ মোর'। ঢাকঢোল পিটিয়ে বিয়ের সময় তো এখনই। যদিও মহামারির পর এখন বিয়েটাও ‘মিনিমাল’ আয়োজনে হাতে গোনা কাছের মানুষকে নিয়ে পারিবারিকভাবে একান্তে সেরে ফেলাটাই ‘ট্রেন্ডি’। তবু এসবের মধ্যেই এই উপমহাদেশের ‘বিয়ে খাওয়ার’ সংস্কৃতি থাকবে। বছরের শেষে এই শীতের মৌসুমই নানা কারণে বিয়ের জন্য শ্রেষ্ঠ সময়।