চেতনা লুট হয়ে গেলে আর কী বাকি থাকে?
১. বেশ কয়েক বছর আগের এমন এক বিজয় দিবসের কথা…দু আঙুলের ফাঁকে বেনসন এন্ড হেজেস, তথাপিও আমাদের আলোচনা ফিলিপ মরিসের মৃত্যুবিপণন ফাঁদ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ়। বাঁশের সঙ্গে বিভিন্ন আকারের পতাকা বেঁধে তিনি শহরের অলিগলি থেকে রাজপথে ফেরি করে বেরান। কেমন বেচা-বিক্রি হচ্ছে জিজ্ঞেস করায় বিপত্তি ঘটে কিংবা চোখ খুলে যায় আমাদের বোধের। অবাক করে ‘নির্লিপ্ত’ উত্তর দেন প্রৌঢ় - ‘পতাকা তো আর বিক্রি করা যায় না! যে যা খুশী হয়ে দেয়, তাই নেই’। আমরা শহুরে এ্যপ্রোচে হয়তো ভাবতে থাকি-এক একটি পতাকা যেন মুক্তির স্বপ্নগাঁথা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে