You have reached your daily news limit

Please log in to continue


নৈতিক স্খলন

খাস কামরার ‘আপত্তিকর’ভিডিও প্রকাশ না পেলে কিংবা 'রিসোর্ট কাণ্ড' উদ্ঘাটিত না হলে কিংবা 'সদ্য টেলিফোন রেকর্ড' সামাজিক মাধ্যমে ভাইরাল না হলে আমরা আমজনতা বুঝতেই পারতাম না যে তথাকথিত সভ্যতা-ভব্যতার দাবিদার, ইংরেজি-আরবিতে অনর্গল ফোরন কাটনেওয়ালা, প্রভাবশালীরা কিংবা প্রভাব বিস্তারকারীরা রাতের আঁধারে কোথায় নেমে যান বা যেতে পারেন কিংবা তাদের লেবাজে, কথায় বা কাজে কতটা তফাত বা এ দেশের ভদ্দরনোক কারা!

যেসব মেকি 'পাবলিক ফিগার' ফেসবুকে ব্লু-ব্যান্ড ধারণ করে কথায়, চলনে-বলনে, সম্পদের গরমে মানুষকে অনুপ্রাণিত বা বোকা বানাতে চেষ্টা করেন এবং তারাই আবার কীভাবে লেংটু হয়ে যান কিংবা তাদের তামাশা নাটকের শেষ অধ্যায় যে কতটা কলঙ্কিত বা হাস্যকর হয়, তা সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর আর ব্যাখ্যার অবকাশ রাখে না!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন