রাজনীতি নয়, মানবিকতার দাবি

সমকাল মহিউদ্দিন খান মোহন প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৬:২৬

গত ৫ ডিসেম্বর সমকালের প্রধান শিরোনাম ছিল 'রাজনৈতিক সমঝোতা না হওয়াই বড় বাধা'। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণে বিদেশে যাওয়ার বিষয়ে পর্দার বাইরে এবং অন্তরালে নানামুখী তৎপরতা চলছে। সরকার চায় রাজনৈতিক সমঝোতা আর বিএনপি চায় নিঃশর্ত বিদেশ গমন। তবে সাজাপ্রাপ্ত হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে সহজে বিশেষ বিবেচনায় ছাড় দিতে নারাজ সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাহী আদেশের সুবিধা পেতে খালেদা জিয়া তথা বিএনপিকেও কিছুটা রাজনৈতিক ছাড় দেওয়ার শর্ত সামনে আনছে সরকার। দলের লাগাতার কর্মসূচির ফলে জনমত আরও সংগঠিত হলে সরকার বাধ্য হয়েই সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে।


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে আক্রান্ত। মাঝে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বার কয়েক হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও