![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F70b29f7c-9974-42f6-9d9a-51ae4bd5b9c8%252F082505JHALOKATHI_DH0698_20211209_JHALAKATI_BRIDGE_PIC_1.jpg%3Frect%3D0%252C97%252C2100%252C1181%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
যানবাহন উঠলেই দুলতে থাকে
সেতুর বিভিন্ন স্থানে অসংখ্য জোড়াতালি। পুরোনো হয়ে যাওয়ায় কয়েক মাস পরপর সেতুতে মেরামতের কাজ করতে হয়। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। এ দুরবস্থা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা বেইলি সেতুর। বিকল্প না থাকায় এ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
স্থানীয় এবং সড়ক ও জনপথ সূত্র জানায়, বর্তমানে সেতুটির অবস্থা খুবই নাজুক। পাঁচ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রতিবছর এ সেতু মেরামতের জন্য ১৮ লাখ টাকা ব্যয় করা হয়। গত পাঁচ বছর এ সেতু সংস্কার করতে গিয়ে সওজের এক কোটি টাকা খরচ হয়েছে। তাই খরচ কমানোর জন্য এবং ঝুঁকি এড়াতে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
বিডি নিউজ ২৪
| কুমিল্লা সদর দক্ষিণ
১ বছর, ৪ মাস আগে