অন্ধ হয়েও জীবনযুদ্ধে হার না মানা মৃত্যুঞ্জয়

বার্তা২৪ দিরাই প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৫:২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের গাউ মৃত্যুঞ্জয় বিশ্বাস (৩০)। ১২ বছর বয়সেই বাম চোখ অন্ধ হয়ে যায় তার। হতদরিদ্র মৃত্যুঞ্জয় চোখের চিকিৎসা করাতে না পারায় এক পর্যায়ে অন্ধত্ব বরণ করতে হয় তাকে।


তবে জীবনযুদ্ধে হার মানেননি তিনি। চোখে দেখতে না পেলেও নিপুণ হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেছেন বাঁশ ও বেতের কাজ। তৈরি করছেন কুলা, চাটাই, চাঙারি, টুকরি, উড়া, ডালা, চালুনি, মাছ শিকারের খলই, ঝুঁড়ি ও হাঁস মুরগির খাঁচাসহ বাঁশ ও বেতের নানান জিনিস। তার পরিবারের কোনো সদস্যকে এখন আর না খেয়ে থাকতে হয় না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও