কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেঁয়াজের পর বাড়ল আলুর দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭

গোপীবাগের এক মাদরাসার বোর্ডিংয়ের জন্য বাজার করতে যাত্রাবাড়ী আড়তে এসেছিলেন শিক্ষক আব্দুল আলিম। এক সপ্তাহের জন্য তাঁর প্রয়োজন তিন বস্তা আলুসহ আরো তিন-চার রকমের সবজি। কিন্তু সেখানে এসেই ধাক্কা খেলেন তিনি। গত সপ্তাহে যে আলু ১৮ টাকা কেজিতে কিনেছিলেন এখন তা ২৪ টাকা কেজি। প্রতি কেজি ছয় টাকা করে ২০০ কেজি (প্রতি বস্তায় ৬৫-৬৭ কেজি) আলু কিনতে তাঁর বাড়তি লেগেছে এক হাজার ২০০ টাকা। ভ্যানে সবজির বস্তা তুলতে তুলতে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ডাল-তেলের দাম আগেই বেড়েছে।


সপ্তাহ দুয়েক আগে আরেক দফা বেড়েছিল চালের দাম। শিক্ষার্থীদের শরীর-স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার প্রয়োজন। মাছ-মাংসের দাম বেশি হওয়ায় ভরসা ছিল শীতের সবজি। চলতি সপ্তাহে সেই সবজিরও দাম বেড়ে গেল। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের খাবারের মান ধরে রাখা কষ্ট।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, তেল, চিনির দাম কমার কোনো লক্ষণ নেই। উল্টো চলতি সপ্তাহে কিছু সবজিসহ আটা-ময়দা, মুরগি, পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও