দৌলতদিয়া ফেরিঘাটে কাদাপানিতে দুর্ভোগ
টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও এর আশপাশের সড়ক কাদাপানিতে একাকার হয়ে গেছে। ফেরি ও ঘাটসংকটের পাশাপাশি টানা বৃষ্টি আর খানাখন্দে ভরা সড়ক সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে ফেরি ও ঘাটসংকটের কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। এর মধ্যে গত ২৭ অক্টোবর দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া একটি রো রো (বড়) ফেরি পাটুরিয়ায় ডুবে যাওয়ার পর থেকে ফেরিসংকট বেড়ে যায়। এর কিছুদিন পরই চারটি রো রো ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। গত শনিবার এক দিনে আরও দুটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে এখন ২০টির মধ্যে ১৪টি ফেরি চালু রয়েছে।