‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—কবির এই কথাগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করার মতো মানুষ খুব একটা পাওয়া যাবে না। দুনিয়ার তাবৎ জনপ্রিয়, পাঠকপ্রিয় ও দর্শকনন্দিত বেশির ভাগ উপাখ্যান, সাহিত্য ও সিনেমার উপজীব্য বিষয় নারীর প্রতি ভালোবাসা। আপাতদৃষ্টে পুরুষের ভালোবাসা এবং স্নেহ মূলত নারীকে কেন্দ্র করেই। প্রেয়সী ও জননীর প্রতি পুরুষের ভালোবাসা সর্বজনীন। যৌবনের তুঙ্গে, চিরাচরিত দৃশ্যপটে, পুরুষের কাছে নারীর ভালোবাসাই সবচেয়ে কাঙ্ক্ষিত।
You have reached your daily news limit
Please log in to continue
নারীবান্ধব সমাজের প্রত্যাশা বনাম নারীর প্রতি সহিংসতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন