কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দায়-দায়িত্বহীন শুধুই সুপারিশকারী সংস্থা!

সমকাল এম আর খায়রুল উমাম প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪

সারাবিশ্বের পরিবেশবাদী মানুষ নদী রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম করে চলেছে। পরিবেশের সঙ্গে পানির গুরুত্বপূর্ণ সংযোগই কি এর একমাত্র কারণ! নাকি নিজেদের জীবন-জীবিকায় নদীর অসীম গুরুত্ব বিবেচনায় মানুষ তা রক্ষায় ঐক্যবদ্ধ? বাংলাদেশে প্রবাহিত পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রসহ প্রধান প্রধান নদনদীর উৎসমুখ ভারতে। প্রাগুক্ত নদীগুলো ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। ভৌগোলিক সুবিধাজনক অবস্থানে থাকায় ভারত এসব নদীর উজানে কৃত্রিম বাঁধ, অপরিকল্পিত গ্রোয়েন, অপ্রয়োজনীয় স্লুইসগেট কিংবা আড়িবাঁধ দেওয়া, গতিপথ পরিবর্তন করা কিংবা শুস্ক মৌসুমে পানি আটকে রাখা আর বর্ষা মৌসুমে হঠাৎ ছেড়ে দেওয়া ইত্যাদি উদ্দেশ্যমূলক আগ্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের নদীগুলোর জীবন টালমাটাল করে দিয়েছে। সৃষ্ট পরিবেশ থেকে বের হয়ে আসতে যে ধরনের পরিকল্পনা প্রয়োজন ছিল, তা কি দেশের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পকরা গ্রহণ করতে সমর্থ হয়েছেন? প্রয়োজনীয় সময়ে প্রতিবাদের ঝড় তুলেছেন, এমন নজিরও ইতিহাস সাক্ষ্য দেয় না। বিভিন্ন সময়ে উঠে আসা সংবাদে তারা নড়েচড়ে বসেছে ঠিকই, তবে তা থামতেও সময় লাগেনি। এতে দেশের প্রধান প্রধান নদী দিন দিন বৈশিষ্ট্য হারাচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও