You have reached your daily news limit

Please log in to continue


গণপরিবহনে নারীর মর্যাদা

নারী মানব সমাজের মানবীয় জীবনপ্রণালির সঙ্গী। বিশ্বসভ্যতায় নারীর অবদান ঐতিহাসিক কাল থেকেই স্মরণীয়-বরণীয়। সময়ের পরিক্রমায় সমাজ পরিবর্তনের ধারায় বিবর্তন, উন্নতি, প্রগতি সাধিত হয়েছে। মানুষ বুদ্ধি-বিবেকসম্পন্ন যৌক্তিক প্রাণী। মান ও হুঁশ দুটো যোগ্যতার অধিকারী মানুষই মর্যাদায় সমাসীন। কিন্তু শ্রদ্ধাবোধের সংকট, অসততা ঘুণে ধরা সমাজকে নিয়ত ভারসাম্যহীন করে অপসংস্কৃতির চর্চা বৃদ্ধি করে। তাতে সমাজ কাঠামোকে বিশ্নেষণ করা তথা সমাজকে নতুনভাবে দেখার প্রয়াস পায়।

দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। উন্নয়নের মহাসড়কে নারীর নানা ক্ষেত্রে অংশগ্রহণ, অবদান, সাফল্য প্রশংসার দাবিদার। উন্নয়ন অগ্রযাত্রায় গঠিত নারীর অংশীদারিত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জীবন-জীবিকার অনিবার্যতায় ব্যক্তি, সমাজের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। মানবতা, মানবপ্রেম ভূলুণ্ঠিত। মানবাধিকার প্রশ্নবিদ্ধ। গণপরিবহনে নারীর নিরাপত্তাহীনতা বাড়ছে। বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন