You have reached your daily news limit

Please log in to continue


নতুন ধরন, নতুন চ্যালেঞ্জ

করোনা সংক্রমণের প্রায় ২০ মাস পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে শনাক্তের হার নেমে আসে দেড় শতাংশের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন-পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী সংক্রামক রোগের ক্ষেত্রে শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে বা নামলে তখন তা বিক্ষিপ্ত সংক্রমণ বলে গণ্য হবে। তবে আমরা এও জানি, যদি এই হার টানা ১৪ দিন বজায় থাকে তাহলেই শুধু ধরে বা মেনে নেওয়া যায়, পরিস্থিতি সংক্রমণের নিম্ন পর্যায়ে। সেদিক থেকে আমরা এখন অপেক্ষাকৃত স্বস্তির মধ্যে থাকলেও নতুন করে অস্বস্তি ও উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ধরন 'ওমিক্রন'।

গোটা বিশ্বকেই নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে এই ধরন। বারবার রূপ বদলের মাধ্যমে ছড়িয়ে পড়া করোনার এই নতুন ধরন 'ওমিক্রন'-এর সংক্রমণ ক্ষমতা আরেক রূপ 'ডেলটা'র চেয়ে বেশি। এর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন