কেবলই কি ষড়যন্ত্র তত্ত্ব?
তিনি বললেন, ‘একটা বিষয় খেয়াল করেছেন? সবকিছু কেমন যেন একসঙ্গে ঘটছে!’ ভদ্রলোক একজন ব্যবসায়ী। তবে কেবল টাকা পয়সার হিসাব নিয়েই ব্যস্ত থাকেন না, দেশ নিয়েও ভাবেন। সেসব ভাবনার কথা মাঝে মধ্যে প্রকাশও করেন। যখন বলেন, শুনে মনে হয়- তাই তো, এভাবে তো ভাবিনি! এবারও তা-ই হলো। আসলে ঘটনা তো কিছু ঘটছে, উদ্বিগ্ন হওয়ার মতোই সেগুলো। আমি এই সময়ের ঘটনাপ্রবাহের দিকে তাকালাম।