Viral: চিকনের শাড়ির সঙ্গে মেহন্দিতে আঁকা ব্লাউজ, ভাইরাল মহিলার সাজের ভিডিয়ো
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ২০:০৪
সাধারণত শাড়িকেই ধরা হয় সব জায়গায় মানানসই একটি পোশাক হিসাবে। শাড়ি-ব্লাউজ দুইয়ে মিলে সম্পূর্ণ হয় সাজ। শাড়ির নকশা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব দেওয়া হয় ব্লাউজের পছন্দকে। এখন ডিজাইনার ব্লাউজে ছেয়ে গিয়েছে চারদিক। বহু ক্ষেত্রে শাড়ির থেকে অনেক বেশি কদর পায় সুন্দর ব্লাউজ। তাই আজকাল রকমারি ডিজাইনার ব্লাউজ পরার অভ্যাসও হয়েছে। কেউ পরেন পুঁতি বসানো ব্লাউজ, কেউ বা জড়ি কিংবা সুতোর কাজের ব্লাউজ পরে সাজেন। কিন্তু কখনও কি মেহন্দির ব্লাউজের কথা শুনেছেন?
- ট্যাগ:
- লাইফ
- শাড়ি
- ব্লাউজের ফ্যাশন
- ব্লাউজ